রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার কমে ৭
করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা কমে আসছে রংপুর বিভাগে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ সময়ে মৃত্যু হয়েছে একজনের। দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
সোমবার বিভাগের ৮ জেলায় ৫০৪ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১২। তবে এদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগের দিন গত রোববার ৫০১ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৪। ওই দিন দুজনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩ জন গাইবান্ধা জেলায়। এ ছাড়া রংপুরে চার, পঞ্চগড়ের চার, লালমনিরহাটের তিন, কুড়িগ্রামের তিন ও দিনাজপুরে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে নমুনা পরীক্ষা হলেও সংক্রমণ নেই। গত এক দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৩ জন।
করোনা মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে ৬৩ হাজার ৯০৩ জনের দেহে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৭ জনের। তাঁদের মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুরে ২৯৬, ঠাকুরগাঁওয়ে ২৫৯, পঞ্চগড়ে ৮৪, নীলফামারীতে ৯২, লালমনিরহাটে ৭২, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৫ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমে আসছে। সেই সঙ্গে সুস্থতার সংখ্যাও বাড়ছে। এরপরও জনগণকে সচেতন থাকতে হবে।