করোনায় মৃত্যু
ফাইল ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের। এর আগের গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮২৭ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৮। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৭৯৭। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে ১২, পঞ্চগড়ে ৭, নীলফামারীতে ৯, লালমনিরহাটে ২, ঠাকুরগাঁওয়ে ৯, দিনাজপুরে ১ ও গাইবান্ধায় ২ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন।

নতুন দুজনসহ বিভাগের করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৮। এর মধ্যে দিনাজপুরের ৩২৫, রংপুরের ২৯১, ঠাকুরগাঁওয়ের ২৪৯, পঞ্চগড়ের ৮০, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৬, কুড়িগ্রামের ৬৭ ও গাইবান্ধার ৬৩ আছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা শনাক্ত কমছে, এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করা জরুরি।