রংপুর বিভাগে ২৯৭ জনের করোনা শনাক্ত, শনাক্তের হার ৩২
রংপুর বিভাগে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ৯৩৬ জনের নমুনা পরীক্ষায় ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরে সর্বোচ্চ ১১৯ জন, পঞ্চগড়ে ২৭, নীলফামারীতে ২৮, লালমনিরহাটে ২৪, কুড়িগ্রামে ৩, ঠাকুরগাঁওয়ে ২১, দিনাজপুরে ৬২ ও গাইবান্ধার ১৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন।
এদিকে গতকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় ৮৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছিল, শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৯০। ওই সময় তিনজনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, মহামারি শুরুর পর রংপুর বিভাগে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬০ জনের। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩৩৬ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৯০, লালমনিরহাটে ৭০, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৭৮৭।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। সচেতনতা বাড়াতে প্রায় প্রতিদিনই মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে।