রহনপুর পৌর মেয়র কারাগারে, মুক্তির দাবিতে মানববন্ধন
জমিসংক্রান্ত বিরোধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, ২ কাউন্সিলর, পৌরসভার সার্ভেয়ারসহ ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর আমলি আদালতের বিচারক হুমায়ূন কবীর এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এমদাদুল হক প্রথম আলোকে বলেন, মামলার বাদী নাজমা বেগম গত বছরের সেপ্টেম্বরে বাড়ির সীমানাপ্রাচীর সংস্কার করেন। তবে ওই দেয়াল পৌরসভার জমির মধ্যে পড়েছে বলে দাবি করে পৌরসভা কর্তৃপক্ষ। পরে মেয়রের উপস্থিতিতে দেয়ালটি ভেঙে ফেলা হয় এবং নির্মাণসামগ্রী জব্দ করে নিয়ে যাওয়া হয়। এ সময় নাজমা বেগমের ছেলেকে মারধর করে ও মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
এ ঘটনার পর গত বছরের ১৬ সেপ্টম্বর মেয়র, ২ কাউন্সিলর, পৌরসভার সার্ভেয়ারসহ ২৬ জনকে আসামি করে গোমস্তাপুর আমলি আদালতে মামলা করেন নাজমা বেগম।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি পৌর মেয়রসহ মামলার ২৬ আসামিকে আদালত শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতের শর্ত ছিল, ৬ ফেব্রুয়ারির মধ্যে জব্দ করা নির্মাণসামগ্রী ফেরত দিতে হবে। ৬ ফেব্রুয়ারি ছিল তাঁদের সেই জামিনের শেষ তারিখ। পরে ৬ ফেব্রুয়ারি আসামিরা আদালতে উপস্থিত হয়ে আবারও জামিন আবেদন করেন।
পরে আদালত তাঁদের আরও ২৪ ঘণ্টার অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং এই সময়ের মধ্যে জব্দ করা মালামাল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা না মেনে আসামিরা আজ আবার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে পৌর মেয়রসহ ২৬ আসামিকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে রহনপুর পৌরসভার প্যানেল আইনজীবী নজরুল ইসলাম বলেন, নাজমা বেগম তাঁর নিজ জমির বাইরে সীমানাপ্রাচীর স্থাপন করছিলেন। ওই জমি মূলত দানসূত্রে পাওয়া পৌরসভার রাস্তা। পৌরসভার জমির ওপর সীমানাপ্রাচীর স্থাপন না করার জন্য নাজমা বেগমকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। পৌরসভার আইন ও বিধি অনুয়ায়ী যদি কেউ পৌরসভার জমিতে নির্মাণকাজ করে, তাহলে পৌরসভা সেটি ভেঙে ফেলতে পারে। কাল মঙ্গলবার জামিনের জন্য তাঁরা জজ আদালতে আবেদন করবেন বলে জানান।
এদিকে মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রহনপুর পৌরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীন, সচিব খাইরুল হক, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত প্রমুখ।