রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বাইরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র তারিক আহমদ, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হালিমা বেগম, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিহা শবনম প্রমুখ।
বক্তারা বলেন, রহনপুর দিয়ে অনেক আগে থেকেই ভারতের সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। দেশভাগের আগে থেকেই এটি বাণিজ্যিক জনপথ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এখানে রেলবন্দর স্থাপন করা খুবই জরুরি। এটা রহনপুরবাসীর অধিকারের মধ্যেই পড়ে।
স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।