রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএসের কর্মী নিহত
রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের কিচিং আদামে দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম আবিষ্কার চাকমা (৪০)। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
আবিষ্কার চাকমা পরিবার নিয়ে বাঘাইছড়ি উপজেলার সারোয়াতী ইউনিয়নের মেদিনেপুর এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জেএসএসে কর্মী আবিষ্কার বন্দুকভাঙা ইউনিয়নের কিচিং আদামে একটি বাড়িতে ছিলেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ১০ থেকে ১২ জনের সশস্ত্র দল বাড়িটি ঘেরাও করে। পরে ঘরে ঢুকে তাঁকে ব্রাশফায়ারে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা হয়।
রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রথম আলোকে বলেন, ‘বন্দুকভাঙা ইউনিয়নের একটি গ্রামে একজনের মৃতদেহ পড়ে আছে বলে খবর পেয়েছি। ইতিমধ্যে পুলিশের একটি দল লাশ উদ্ধারের জন্য রওনা হয়েছে। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।’