বিজ্ঞাপন
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির আজ বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে বলেন, বিলে কাদায় বন্য হাতি আটকে যাওয়ার খবরে বন বিভাগের কর্মী ও চিকিৎসকেরা গেছেন। বন্য হাতিটির জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ পাঠানো হয়েছে। বন বিভাগের কর্মীরা হাতিটিকে উদ্ধারে চেষ্ঠা চালাচ্ছেন।
শিলক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, বন বিভাগকে হাতিটি উদ্ধারে খবর দেওয়া হয়েছে। তারা উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
বিজ্ঞাপন