রাজবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে নিহত ব্যক্তির স্বামীর বিরুদ্ধে কালুখালী থানায় মামলা করেছেন। গতকাল সকালে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার (২২)। তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর গ্রামের সেতু শেখের স্ত্রী।
জেসমিন আক্তারের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের আবু বক্কার বিশ্বাসের মেয়ে জেসমিনের সঙ্গে সেতুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই সেতু তাঁর স্ত্রীর কাছে যৌতুক দাবি করত। জেসমিনকে বিভিন্ন অজুহাতে মারধর করা হতো।
গত মাসে সেতু তাঁর শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা নিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর সেতু আবারও টাকা দাবি করে। টাকা না পেয়ে সেতু ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। পরে হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
জেসমিনের বাবা আবু বক্কার বিশ্বাস বলেন, মেয়ের শ্বশুরবাড়ি থেকে প্রথমে মুঠোফোনে বলা হয়েছিল, জেসমিন খুব অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তিনি সেখানে জানতে পারেন, অনেক আগেই তাঁর মেয়ে মারা গেছে। তাঁর মেয়েকে পিটিকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানতে চাইলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, গৃহবধূর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তর প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জেসমিন আক্তারের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।