default-image

রাজশাহীতে কোভিড-১৯ সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। এই জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৪২ জন, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, রাজশাহীর দুটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ৪২ জনের। এঁদের মধ্যে রাজশাহী নগরের বাসিন্দাই ৪১ জন। এ নিয়ে রাজশাহী নগর ও জেলায় মোট শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় এ জেলায় কেউ মারা যাননি। এ পর্যন্ত এই রোগে মারা গেছেন ৫৬ জন।

সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও কোভিডের সংক্রমণ ছড়াচ্ছে। তাই সবাইকে মাস্ক পরতে হবে। মাস্কের কোনো বিকল্প নেই। ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে হবে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন