default-image

রাজশাহীতে বিভিন্ন অভিযোগে মাদকদ্রব্যসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী মহানগর পুলিশ তাঁদের আটক করে। বুধবার মহানগর পুলিশ সূত্র এ তথ্য জানায়।

নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মধ্যে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, বাকি ১২ জন মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা সাতজন, রাজপাড়া থানা তিনজন, চন্দ্রিমা থানা দুজন, মতিহার থানা তিনজন, কাটাখালী থানা দুজন, বেলপুকুর থানা একজন, শাহমখদুম থানা একজন, পবা থানা ছয়জন ও কাশিয়াডাঙ্গা থানা চারজন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা দুজন ও ডিবি পুলিশ দুজনকে আটক করেছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0