রাজশাহীতে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আদালত
প্রতীকী ছবি

রাজশাহীতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আবেদনটি খারিজ করে দেন।

গতকাল রোববার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করলেও পর্যবেক্ষণের পর খারিজ করে দিয়েছেন।

মামলার আবেদনে ভার্চ্যুয়াল টক শোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও বিবাদী করা হয়েছিল। মামলাটি খারিজ করে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। তিনি জানান, মামলাটি খারিজ করে দেওয়ার ক্ষেত্রে তিনটি পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক। প্রথমত, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি, তিনি আসেননি। দ্বিতীয়ত, আবেদনে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে তিনি থানায় মামলা করতে যাননি এবং তৃতীয়ত, একই ঘটনা নিয়ে সারা দেশে একই মামলা হতে পারে না। তাই আদালত মনে করেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি একটি ভার্চ্যুয়াল টক শোতে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুরাদ হাসান। এরপরই ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে কথোপকথনের অডিও ফাঁস হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। হারান জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পদও।