রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্তের হার সর্বনিম্ন
রাজশাহী বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। আগের দুদিন বিভাগে একজন করে করোনায় মারা যান। অর্থাৎ টানা দুদিন পর করোনায় মৃত্যুহীন দিন পার করল বিভাগ। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ৬৬৫ জন।
এদিকে বিভাগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ২ হাজার ১৭টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১ দশমিক ৬৪ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ৩ দশমিক ২২ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার চলতি বছরের মধ্যে সবচেয়ে কম।
বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শেষ ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৩৩ জনের মধ্যে রাজশাহীর ১৩, বগুড়ার ৯, চাঁপাইনবাবগঞ্জের ৫, পাবনা ও সিরাজগঞ্জের ২ জন করে এবং নাটোর ও জয়পুরহাটের ১ জন করে রয়েছেন। তবে বিভাগের নওগাঁয় কেউ করোনায় আক্রান্ত হননি। নতুন সংক্রমিত ৩৩ জন নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ হাজার ৪৫০।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ২৮৭ জন। বিভাগের হাসপাতালগুলোতে শেষ ২৪ ঘণ্টায় করোনা নিয়ে ভর্তি হয়েছেন ৩০ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার প্রথম আলোকে বলেন, শেষ ২৪ ঘণ্টায় বছরের সর্বনিম্ন করোনা শনাক্তের হার ছিল। তিনি আরও বলেন, ‘টিকা নেওয়ার কারণে এ সময়ে করোনা শনাক্ত কম হচ্ছে। গত বছর এ দিনে করোনা শনাক্তের হার এর চেয়ে অনেক বেশি ছিল। মনে হচ্ছে, পরিস্থিতির অনেক দ্রুত উন্নতি হচ্ছে।’ সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজশাহী মেডিকেলে উপসর্গে ৩ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। আগের দিন দুজনের মৃত্যু হয়েছিল। উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের বাড়ি নওগাঁয়, একজনের বাড়ি রাজশাহীতে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, বুধবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ১৯২ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।