default-image

রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হলে তাঁর করোনা শনাক্ত হয়। আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতে খায়ের আলম বলেন, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ফল আসে। রাতে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জেনে বাসায় আইসোলেশনে আছেন এসপি মাসুদ হোসেন। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি জানান, এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলা পুলিশের ছয়জন এখন পর্যন্ত আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত বছর করোনায় জেলা পুলিশের দুজন মারা যান।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন