রাজশাহী নগরে শিবিরের ৫ মিনিটের সমাবেশ
সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রোববার বিকেলে রাজশাহী নগরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলের পর রাস্তা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য সমাবেশ করে সংগঠনটি। মহানগর ছাত্রশিবিরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে তিনটার দিকে মিছিল-সমাবেশে অংশগ্রহণকারীদের গায়ে সাদা রঙের গেঞ্জিতে লেখা ছিল, ‘ইসলামী ছাত্রশিবিরে যোগ দিন’। বহরমপুর এলাকায় গিয়ে তাঁরা পাঁচ মিনিটের মতো সমাবেশ করেন। এই সময় শিবিরের কর্মীরা দুটি রাস্তা বন্ধ করে দেন। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। তাঁরা বলেন, তাঁদের ১৪৫ জন কর্মীকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বেলা ৩টা ৮ মিনিটে সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা দ্রুত পাড়ামহল্লায় ঢুকে পড়েন।
নগরের রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইদুল ইসলাম বলেন, পুলিশের টহল দল একটু দূরে ছিল। এই সুযোগে মিনিটখানেকের জন্য শিবির মিছিল নিয়ে এসে তখনই আবার চলে গেছে। কোনো ক্ষয়ক্ষতি করেনি।