রাজশাহী বিভাগে আরও ৪৬৮ জনের করোনা শনাক্ত

রাজশাহী বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ৪৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৬ শতাংশের বেশি। তবে ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কেউ মারা যাননি।

আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৪৬৮ জনের। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৬ দশমিক ১৪। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২০ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক শূন্য ৪। অর্থাৎ আগের দিনের তুলনায় বিভাগে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় শনাক্তের হার সামান্য কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৪৬৮ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ১৫৬, বগুড়ায় ১৩৭, পাবনায় ৭২, নওগাঁয় ৪১, সিরাজগঞ্জে ৩০, নাটোরে ১৯, জয়পুরহাটে ৯ ও চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা মহামারি শুরুর পর থেকে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৬১৯ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৮১০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৩৪০ জন। বাকিরা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, আগের তুলনায় নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে। বিভাগে দুইটি বেসরকারি ল্যাবের পাশাপাশি আটটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। লক্ষণ দেখা দিলে সবাইকে করোনার পরীক্ষার আহ্বান জানান তিনি।