রাজশাহী বিভাগে করোনায় আরও তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭২
রাজশাহী বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বগুড়ার দুজন ও নওগাঁর একজন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১ জন। নতুন ৩ মৃত্যু নিয়ে বিভাগে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২১।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৭২ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৫ দশমিক ৭৯ শতাংশ।
আজ বিকেলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে প্রায় দুই গুণ বেশি নমুনা পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ১ হাজার ৬০১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৩৫ শতাংশ। অর্থাৎ ২৪ ঘণ্টা ব্যবধানে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও শনাক্তের হার কমেছে।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাবনায় সর্বোচ্চ ১৯৪ জন, রাজশাহীতে ১৩৯ জন, সিরাজগঞ্জে ১৩৮ জন, বগুড়ায় ৭৫ জন, নাটোরে ৪২ জন, নওগাঁয় ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯ জন ও জয়পুরহাটের ১৯ জন রয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমছে। আগামী কয়েক দিনের মধ্যে তা আরও কমে আসবে। তবে হঠাৎ করে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন মারা গেছেন। করোনার সংক্রমণ কমতির দিকে থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।