রাজশাহী বিভাগে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭৪

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মারা গিয়েছিলেন তিনজন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৬। আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এ বিভাগে আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছিল ১৫৬ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮২। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। সঙ্গে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও সিরাজগঞ্জে ৪৫ জন করে, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে ২৪ জন করে, পাবনায় ১৬ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে ৬ জন ও নওগাঁয় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ৪৭১।

২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, নাটোর ও বগুড়ায় একজন করে করোনায় মারা গেছেন। এই পাঁচজন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা ১ হাজার ৬২২।

বিভাগে আট জেলায় সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০১ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫২ জন, নওগাঁয় ১৩৯, নাটোরে ১৭০, সিরাজগঞ্জে ৯৫, জয়পুরহাটে ৫৬ ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৭ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৬১১ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন।