default-image

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় নতুন ৮৬ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৩। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, নতুন করে সংক্রমিত ৮৬ জনের মধ্যে ৩৮ জনের বাড়ি বগুড়া। এ ছাড়া রাজশাহীতে ১৪, চাঁপাইনবাবগঞ্জে ২, নাটোরে ১২, জয়পুরহাটে ২ ও সিরাজগঞ্জে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন করে নওগাঁ ও পাবনায় কেউ আক্রান্ত হননি।

এদিকে বুধবার বগুড়ায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬২। এর মধ্যে সর্বোচ্চ ১৫৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২, নওগাঁয় ১৭, নাটোরে ৮, জয়পুরহাটে ৫, সিরাজগঞ্জে ১২ ও পাবনায় ৯ জন করোনায় মারা গেছেন।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন