রাজশাহী বিভাগে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে করোনার উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ২৬ মে, ১৭ ও ২০ সেপ্টেম্বর বিভাগে করোনায় মৃত্যুহীন দিন ছিল। বিভাগের আগের দিন ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। করোনায় বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬৫৮ জন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৮টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক ৬৬। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪ দশমিক শূন্য ১।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ৪৫ জনের মধ্যে রাজশাহীর ১৪, বগুড়ার ১০, পাবনা ও সিরাজগঞ্জের ৮, জয়পুরহাটের ৩, নওগাঁ ও নাটোরের ১ জন করে করোনা শনাক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে কারও করোনা শনাক্ত হয়নি। নতুন সংক্রমিত ৪৫ জন নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯১৪।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬৯৯ জন। বিভাগে ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন।
রাজশাহী মেডিকেলে উপসর্গে একজনের মৃত্যু