রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪৮৬, মৃত্যু ১
রাজশাহী বিভাগে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৬০১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৩৫ শতাংশ। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। নিহতের বাড়ি বগুড়া জেলায়। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮।
আজ রোববার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৩৭৬ নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৮৪। চাঁপাইনবাবগঞ্জে ১০৭ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ২৮ দশমিক ৯৭। নাটোরে ১৬১ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ৩২ দশমিক ৯১। নওগাঁয় ৮২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৩৯।
পাবনায় ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৮৭। সিরাজগঞ্জে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ১৯। বগুড়ায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৩ দশমিক ৭৭। জয়পুরহাটে ১০৭ জনের নমুনায় পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ৩০ দশমিক ৩৫।
রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। তারপর থেকে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪০ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২ জন। বাকিরা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, কয়েক দিন ধরে বিভাগে করোনার সংক্রমণ কমতির দিকে। মনে হচ্ছে, করোনার সংক্রমণ কমে যাচ্ছে। তবু করোনা মোকাবিলায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।