রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১২৪

করোনায় মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ১ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৩। এর আগের দিন বিভাগে ২ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৫ দশমিক ২৮। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমলেও শনাক্ত ও মৃত্যুর সংখ্যা এবং শনাক্তের হার বেড়েছে।

বিভাগে নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৪৭ জন আছেন। এ ছাড়া বগুড়ায় ৩১ জন, পাবনায় ১৫, সিরাজগঞ্জে ১৩, নাটোরে ৯, নওগাঁয় ৫, জয়পুরহাটে ৩ ও চাঁপাইনবাবগঞ্জে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৮৯৩।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩ জনের মধ্যে বগুড়ার ২ জন আর ১ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মোট ১ হাজার ৬২৯ জনের মৃত্যু হলো। বিভাগে আট জেলার মধ্যে এখন পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ৬৭১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০১ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫৫ জন, নওগাঁয় ১৪০, নাটোরে ১৭০, সিরাজগঞ্জে ৯৬, জয়পুরহাটে ৫৬ ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১১৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৯২ হাজার ৩২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন। এদিকে রামেকের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে রাজশাহীর দুজন, নওগাঁ ও নাটোরের একজন করে রয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, আজ সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডের ২৪০ শয্যার বিপরীতে ১৫৩ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসাপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।