রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৫১৩
রাজশাহী বিভাগে গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও এ বিভাগে করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। এ বিভাগে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা ১ হাজার ৭২৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫১৩ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২২ দশমিক ২৯।
আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছিল ২ হাজার ২২৫ জনের। করোনা শনাক্ত হয় ৫৫৩ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৮৫। অর্থাৎ ২৪ ঘণ্টা ব্যবধানে বিভাগে নমুনা পরীক্ষার বাড়লেও করোনা শনাক্তের সংখ্যা ও হার কমেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫১৩ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ১৫৫ জন, রাজশাহীতে ১১২, সিরাজগঞ্জে ৬৯, চাঁপাইনবাবগঞ্জে ৫৩, নাটোরে ৪৭, বগুড়ায় ৪০, নওগাঁয় ২৬ ও জয়পুরহাটে ১১ জন।
রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। নতুন ৫১৩ জন নিয়ে করোনা মহামারি শুরুর পর থেকে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ১৭৮ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১৪৯ জন। অন্যরা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, বিভাগে করোনা শনাক্তের হার কমছে। আশা করা যাচ্ছে, দ্রুতই সংক্রমণ হার আরও কমবে।