রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৯৮।
বিভাগে এর আগের দিন ১ হাজার ৩০৬ জনের নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১০ দশমিক ১১। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি শনাক্তের সংখ্যা বাড়লেও শনাক্তের হার আগের দিনের তুলনায় কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে পাবনায় সর্বোচ্চ ৮০ জন আছেন। এ ছাড়া সিরাজগঞ্জে ৪৭ জন, রাজশাহীতে ৪২ জন, বগুড়ায় ২৪ জন, জয়পুরহাটে ১৬ জন, নাটোরে ১০ জন, নওগাঁয় ২ জন ও চাঁপাইনবাবগঞ্জে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ২২২ জন নিয়ে বিভাগে মোট ৯৬ হাজার ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬১২।
বিভাগে আট জেলায় সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬৬৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫২ জন, নওগাঁয় ১৩৮ জন, নাটোরে ১৬৯ জন, সিরাজগঞ্জে ৯৬ জন, জয়পুরহাটে ৫৬ জন ও পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়।
গত বছরের ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ২৬ এপ্রিল বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়। এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জন মারা গেছেন। আর চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৪৬ জন। এর মধ্যে জুনে ৩২৬ জন। মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে মারা গেছেন সর্বোচ্চ ৪৪৪ জন। আর আগস্টে মারা গেছেন ২৯৯ জন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩০২ জন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৯৫৮ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে নতুন করে ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।