করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৩৯৫ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৯ দশমিক ১১।

একই সময়ে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে পাবনায় ১১ জন, নাটোরে ১০, সিরাজগঞ্জে ৭, বগুড়ায় ৪, চাঁপাইনবাবগঞ্জে ২, রাজশাহী ও নওগাঁয় ১ জন করে রয়েছেন। এ দিন জয়পুরহাটে কারও নমুনা পরীক্ষা হয়নি। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৮ হাজার ৫৩৩। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কম হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ছিল ৮ দশমিক ০৬।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, গতকাল সরকারি ছুটির দিন (একুশে ফেব্রুয়ারি) থাকাতে নমুনা পরীক্ষা কম হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।