রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হন ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মী। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের কাছে সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান, সদস্য জাকির রেজোয়ানসহ কয়েকজন আহত হয়েছেন।

ছাত্রদলের নেতা–কর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে বিকেলে তাঁরা বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি কাবিরুজ্জামান রুহুল, শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সহসভাপতি সাখাওয়াত হোসেন ওরফে শাকিলসহ ছাত্রলীগের ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালান।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ ওরফে রাহী বলেন, ‘রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ছাত্রলীগের কয়েকজন আজ আমাদের নেতা–কর্মীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হন। এর মধ্যে দুজন বেশি আঘাত পেয়েছেন। তাঁরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।’

হামলার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি কাব্বিরুজ্জামান রুহুল বলেন, ‘আজ (সোমবার) তাঁরা (ছাত্রদল) তাঁদের টেন্টে বসে দেশের অন্যান্য ক্যাম্পাসের মতো এখানেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তখন আমি, আমার বন্ধু শাকিলসহ আরও কয়েকজন সেখান দিয়ে যাচ্ছিলাম। তাঁদের আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। সে সময় হয়তো দু–একটা চড়থাপ্পড় হয়ে থাকতে পারে। কিন্তু তাঁরা যে ধরনের হামলার অভিযোগ করেছেন, বিষয়টি তেমন কিছু না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক প্রথম আলোকে বলেন, ছাত্রদলের একজন ফোন করে হামলার বিষয়টি তাঁকে জানিয়েছেন। তবে তাঁরা কোনো লিখিত অভিযোগ দেননি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হবে। আহত ব্যক্তিদের বিষয়ে খবর নিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে বলা হয়েছে।