রাজশাহী মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

বিএনপি

রাজশাহী মহানগর বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এরশাদ আলী বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের খবর তিনি জেনেছেন। নামের তালিকাও পেয়েছেন। আজ রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি পাওয়ার কথা আছে। দলের ত্যাগী কর্মীরাই এই কমিটিতে জায়গা পেয়েছেন। এখন পর্যায়ক্রমে ওয়ার্ড ও থানা কমিটি গঠন করে রাজশাহী মহানগর বিএনপিকে চাঙা করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে নানা কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর এরশাদ আলীকে আহ্বায়ক ও মামুনুর রশিদকে সদস্যসচিব করে ৯ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ৭ জনকে যুগ্ম–আহ্বায়ক করা হয়। তাঁরা হলেন নজরুল হুদা, দেলোয়ার হোসেন, মো. ওয়ালিউল হক, আসলাম সরকার, শফিকুল ইসলাম, বজলুর রহমান ও জয়নাল আবেদিন। এর প্রায় তিন মাসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পেল।