রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় পাঁচজন, করোনা নেগেটিভ হওয়ার পর একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী, নওগাঁ ও নাটোরের একজন করে এবং পাবনার দুজন আছেন। এর আগের দিন করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়েছিল।

গত ১৩ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫-এর মধ্যে ওঠানামা করছিল। টানা দুই মাস পর আজ ১২ আগস্ট মৃত্যু ১০-এর নিচে নেমেছে। আজ হাসপাতালে নয়জনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। গত জুলাইয়ে মারা গেছেন ৫৩৫ জন। জুনে ৩৪৬ জন মারা গেছেন।

জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৫ দশমিক ৯৪ শতাংশ। এর আগের দিন শনাক্ত ছিল ১৭ দশমিক ২৪ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত এক দিনে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। হাসপাতালে বর্তমানে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪২। এর মধ্যে করোনা পজিটিভ ১৮০ জন, নেগেটিভ ৬৫ জন ও উপসর্গ নিয়ে ৯৭ জন ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শুধু রাজশাহী জেলার রোগী ১৬২ জন। দ্বিতীয় স্থানে থাকা নাটোরের রোগী ৫৪ জন, পাবনার ৪৭ জন, নওগাঁর ৩১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৩ জন ভর্তি আছেন।