রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের চারজন, পাবনা ও নওগাঁর তিনজন করে, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে। তাঁদের মধ্যে ছয়জন করোনায় মারা গেছেন। করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে নাটোরের তিনজন, রাজশাহীর দুজন ও পাবনার একজন।
এ ছাড়া করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন পাঁচজন। তাঁদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের একজন করে। বাকি সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা যান ১৩ জন। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা যান। জুলাই মাসে মারা যান ৫৩৫ জন। এর আগে গত জুন মাসের মারা যান ৩৪৬ জন।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৬ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে মোট ৪১৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৯৫ জন, সন্দেহভাজন ১৬০ জন ও নেগেটিভ ৬৩ জন।
আজকের মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৮০ জন। গত জুলাই মাসজুড়ে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরেই ছিল নাটোরের রোগী। গত ২৯ জুলাই থেকে পাবনার রোগী বাড়ছে। ওই দিন থেকে পাবনা থাকছে দ্বিতীয় স্থানে। আজকেও পাবনা দ্বিতীয় স্থানে এসেছে। আজ হাসপাতালে পাবনার মোট রোগী ৮১ জন। আর নাটোরের রোগী ৬৮ জন, নওগাঁর ৩২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৯ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৫১৩।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৪০ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭১ শতাংশ। আগের দিনে এই হার ছিল ২৪ দশমিক ৩২ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৮ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ১৮ শতাংশ।