default-image

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণে দুজন মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। গতকাল বুধবার রাতের বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।

সাইফুল ফেরদৌস বলেন, গতকাল রাতে দুজন করোনায় আর দুজন করোনার উপসর্গে মারা গেছেন। তাঁদের মধ্যে হাসপাতালের আইসিইউতে একজন, ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের নমুনা করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হবে। পরিবারগুলোকে তাঁদের মৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে মোট ১১৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে করোনা শনাক্ত রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছেন ৭২ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৬ জন। এই ১১৮ জনের মধ্যে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ৮ জন রোগী।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন