রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর নয়জন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে।      

তাঁদের মধ্যে আটজন করোনায় মারা গেছেন। আর দুজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার তিনজন ও নাটোরের একজন। নেগেটিভ দুজন রাজশাহীর। বাকি ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ শনিবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩০২ জন। গত জুন মাসের মারা গেছেন ৩৪৬ জন।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২৭ জন। এখনো হাসপাতালে ভর্তি ৫২৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৫৮ জন, সন্দেহভাজন ১৮৯ জন ও নেগেটিভ ৮০ জন। আগের দিনে রোগী ছিল মোট ৪৮৯ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ২৭৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী ৮৫ জন। পাবনা রয়েছে তৃতীয় স্থানে, রোগীর সংখ্যা ৫৫। এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরেই থাকছে নাটোর। তারপরই পাবনা। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৪৫৪।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১২৮ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯২ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২২ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮৮ শতাংশ। এর আগের দিনে এই হার ছিল ২০ দশমিক ৪০ শতাংশ।