রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহী জেলার ১০ জন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ২ জন করে, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের ১ জন করে রয়েছেন।
এঁদের মধ্যে ৩ জন করোনায় মারা গেছেন। রাজশাহীর ২ জন ও নওগাঁর ১ জন। বাকি ১৫ জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আগের ২২ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৮ জন। আজ শুক্রবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৪ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫২ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৫০১ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২০৬ জন, সন্দেহভাজন ২৩১ জন ও নেগেটিভ ৬৪ জন।
জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগরে আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনে মোট ১ হাজার ৪৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৬৩ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে রাজশাহী জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১৩। এর মধ্যে রাজশাহী নগরের ১৫ হাজার ৭৫৮ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। আগের দিনে এ হার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ।