করোনাভাইরাসের প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। বাকি দুজনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় একই হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, তিনজন রাজশাহীর, নাটোরের দুজন ও মেহেরপুরের একজন রয়েছেন। বর্তমানে এ হাসপাতালে করোনা রোগীদের জন্য ২৭১টি শয্যার ব্যবস্থা আছে। আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ১৮ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। শনাক্তের হার ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৬৫টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ৩৮ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুটি নমুনা পরীক্ষায় দুজনেরই নেগেটিভ শনাক্ত হয়।