রাতের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনলেন লোকজন

গাজীপুর জেলার মানচিত্র

লকডাউন অমান্য করায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় শুক্রবার সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি রেস্তোরাঁ, বেশ কিছু দোকান ও বিধিনিষেধ অমান্য করা কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

আদালত সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে মাওনা চৌরাস্তার ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের ক্যাফে আফসার রেস্টুরেন্টে পুরোদমে বেচা-কেনা চলছিল। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বেশ কিছু দোকান খোলা ছিল।

এসব জায়গায় কঠোর লকডাউনে বিধিনিষেধ মানা হচ্ছিল না। পরে ভ্রাম্যমাণ আদালত ১৯ মামলায় জরিমানা হিসেবে মোট ২৪ হাজার ৫ শত টাকা আদায় করেন। রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে।