রাতে বাড়ি না ফেরা ব্যক্তির লাশ মিলল রেললাইনের পাশে

লাশ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর না ফেরা এক ব্যক্তির লাশ মিলল বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে রেললাইনের পাশে। তাঁর নাম গোবিন্দ চন্দ্র আর্য(৪২)। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধলাটেংগুর এলাকায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

গোবিন্দ চন্দ্র আর্য টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্যের ছেলে এবং নারান্দিয়া ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক। একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল সোমবার সন্ধ্যায় গোবিন্দ বাড়িতে মুঠোফোন চার্জে দিয়ে বের হন। সর্বশেষ তাঁকে সন্ধ্যার পর পার্শ্ববর্তী পালিমা বাজারে দেখা যায়। রাতে বাড়িতে না ফেরায় তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সকালে ধলাটেংগুর এলাকায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকার খবর পান তাঁরা। পরে সেখানে গিয়ে গোবিন্দের লাশ শনাক্ত করেন।

লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে রেলওয়ে পুলিশের টাঙ্গাইল ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।