রাবিতে নির্মাণাধীন ভবনের পাশে মাহমুদের নামে সাইনবোর্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে নির্মাণাধীন একাডেমিক ভবনের পাশে সাইনবোর্ড টাঙিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী দুর্ঘটনাস্থলের পাশে এ সাইনবোর্ড টাঙান। সাইনবোর্ডে শিক্ষার্থীরা এ ভবনের নাম দিয়েছেন ‘শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’।
১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসের ভেতরে শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকের চাপায় মাহমুদ হাবিব ওরফে হিমেল নিহত হন। তিনি চারুকলা অনুষদের অধীনে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুর পর শিক্ষার্থীরা অন্যান্য দাবির সঙ্গে নির্মাণাধীন ২০ তলা একাডেমিক ভবনটি মাহমুদ হাবিবের নামে নামকরণের দাবি জানান। পরে আলোচনা সভায় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের এ দাবি মৌখিকভাবে মেনে নেন।
সাইনবোর্ড স্থাপনের পর চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী রাহুল দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘মাহমুদ হাবিব নিহত হওয়ার পর শিক্ষার্থীরা সবাই এ দাবি জানিয়েছেন। আমাদের উপাচার্য স্যারও এ দাবি মেনে নিয়েছেন। গতকাল অনুষদের স্মরণসভায় এসেও তিনি বলেছেন এটা করা হবে। কিন্তু অনেকেই এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাই আমরা শিক্ষার্থীরা মিলে নিজ দায়িত্বে ভবনটির নির্মাণ শেষ হওয়ার আগেই এ সাইনবোর্ডটি টাঙিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিমেলের নামে এ ভবনের নামকরণের দাবি মেনে নিয়েছে। তাই আমরা শিক্ষার্থীরা মিলে এ সাইনবোর্ডটি টাঙিয়েছি। যেন এখন থেকে সবাই এর মাধ্যমে হিমেলের বিষয়টি মনে রাখে।’
শিক্ষার্থী কর্তৃক সাইনবোর্ড স্থাপনের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, তাই এ বিষয়ে মন্তব্য করব না। তবে আমি যে দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো অবশ্যই পালন করব। এর মধ্যে কিছু দাবি পূরণ করেছি, বাকি যে দাবিগুলো দীর্ঘমেয়াদি, সেগুলো পূরণেও সচেষ্ট থাকব।’