রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

সড়ক দুর্ঘটনা।
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকে মাহিন্দ্রর ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলার গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে মাধব হাওলাদার (৪০) ও মাহিন্দ্রাচালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম হোসেন (৩৫)। নিহত মাধব হাওলাদার মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তিনি দই বিক্রির উদ্দেশ্যে রাজশাহী নগরে যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাহিন্দ্র এসে ধাক্কা দিলে দুজন আহত হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলার প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রাচালক সেলিমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে মাধব হাওলাদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর মাধবও মারা যান।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর দুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা লাশ নেওয়ার জন্য আসছেন। এ ঘটনায় ট্রাক ও মাহিন্দ্র জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

পুলিশ বলছে, ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে এসে মাহিন্দ্রটি ট্রাককে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, মাহিন্দ্রচালক কোনো কারণে ঘুমিয়ে পড়েছিলেন। তা না হলে, এ ধরনের দুর্ঘটনা ঘটার কথা নয়।