রায়গঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় আলাউদ্দিন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি এলাকায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কার্ভাড ভ্যানটি জব্দ করতে পারলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত আলাউদ্দিন নাটোরের সিংড়া উপজেলার তালঘড়িয়া গ্রামের আমিনের ছেলে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল আরোহী আলাউদ্দিন বগুড়া থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিলেন। রয়হাটি এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে বালুর মধ্যে তিনি পড়ে যান। এ সময় বগুড়া থেকে হাটিকুমরুল গোল চত্বরগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী প্রথম আলোকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।