রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় এক ভাটাশ্রমিক নিহত, আহত দুজন

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় এক ইটভাটাশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের লাঙলমোড়া এলাকায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার সরাই হাজীপুর গ্রামের বিশা শেখের ছেলে। আহত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৩৫) ও নয়ন মিয়া (১৬)।

মোটরসাইকেল যোগে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক ধরে ওই তিন ভাটাশ্রমিক উপজেলার ঘুড়কা এলাকার একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক ধরে ওই তিন ভাটাশ্রমিক উপজেলার ঘুড়কা এলাকার একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন। পথে ঘুড়কা ইউনিয়নের লাঙলমোড়া এলাকায় বগুড়াগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে শহিদুল ইসলাম মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ডালিম হোসেন প্রথম আলোকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ট্রাকচালক ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান।