রায়পুরে কালবৈশাখীতে গাছচাপায় বৃদ্ধের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কালবৈশাখীর সময় ভেঙে পড়া নারকেলগাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার মধ্য কেরোয়া গ্রামের হানিফ মাঝির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৬৩)। তিনি মধ্য কেরোয়া গ্রামের মৃত সফি উল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটা থেকে ওই এলাকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে। এতে ওই গ্রামে বেশ কিছু গাছ ভেঙে পড়েছে।

নিহত ব্যক্তির ভাতিজা আইমন হোসেন বলেন, আজ সকালে তাঁর চাচা রুহুল আমিন বাড়ির সামনে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ঝড়ো বাতাস শুরু হলে তিনি দোকান থেকে বাড়ির দিকে রওনা হন। পথে একটি নারকেলগাছ ভেঙে তাঁর গায়ের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন রুহুল আমিনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, নিহত রুহুল আমিনের লাশ বর্তমানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।