রূপপুরে ক্রেন থেকে লোহার পাত মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় ক্রেন থেকে লোহার পাত পড়ে বিল্লাল প্রধান (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রকল্প এলাকার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

বিল্লাল প্রধান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বুড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান আর্জেনার্জিস্টরি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিল্লাল প্রকল্পের ৩ নম্বর প্ল্যান্টের শ্রমিক ছিলেন। প্রতিদিনের মতো সকালে তিনি কাজে আসেন। বিকেলে প্ল্যান্টে লোহার পাত বসানোর কাজ করছিলেন। হঠাৎ চলমান ক্রেন থেকে একটি লোহার পাত তাঁর মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন বিল্লাল। সহকর্মীরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।