রেললাইনে গাছ উপড়ে পড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ৪ ঘণ্টা বিলম্ব

রেললাইনে গাছ উপড়ে পড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রের ৪ ঘণ্টা বিলম্ব হয়
ছবি: প্রথম আলো

রেললাইনের ওপরে একটি গাছ উপরে পড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৪ ঘণ্টা বিলম্বে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে। এতে দুর্ভোগ পোহান ট্রেনযাত্রীরা।

কুড়িগ্রাম রেলওয়ে বিভাগ জানায়, আজ শনিবার ভোরে প্রচণ্ড ঝড়ে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় একটি বটগাছ রেললাইনের ওপর পড়ে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসহ কয়েকটি ট্রেন ওই এলাকায় আটকা পড়ে। পরে দুই-তিন ঘণ্টা চেষ্টার পরে গাছটি সরালে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে কুড়িগ্রাম স্টেশনে এসে পৌঁছায়।

ট্রেনের যাত্রী মাসুদ রানা জানায়, ‘আজ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম রেলস্টেশন এলাকায় সাড়ে সাতটায় ছেড়ে যাওয়ার সময়। রেললাইনে গাছ পড়ার কারণে ট্রেনটি কুড়িগ্রামে দেরিতে পৌঁছায়। নির্ধারিত সময়ে ছেড়ে না দেওয়ায় গন্তব্যে পৌঁছাতে দেরি হবে। আগামীকাল অফিস করতে পারব না। এ রকম অভিযোগ প্রায় ট্রেনের সব যাত্রীর।’

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার উত্তর কুমার জানায়, ভোর রাতে ঝড়ের সময় জয়পুরহাট স্টেশন এলাকায় একটি গাছ রেললাইনের ওপর পড়ে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়লে সময়মতো গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়। ট্রেনটি প্রতিদিন কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে দুর্ঘটনার কারণে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম স্টেশন ত্যাগ করে।