রেললাইনে হাঁটার সময় কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থী মৃত্যু
ফরিদপুর শহরে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের আলীপুর খাঁপাড়া মাদ্রাসা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোরের নাম মো. মাহাবুবুর রহমান (১৭)। সে ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের আকনবাড়িয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। মোফাজ্জেল হোসেন একজন আইনজীবী। তিনি স্ত্রী ও দুই পুত্র নিয়ে শহরের গুহলক্ষ্মীপুর মহল্লায় ভাড়া বাসায় থাকেন। দুই ভাইয়ের মধ্যে মাহাবুবুর ছোট। সে চলতি বছর ফরিদপুর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিচ্ছে। গত সোমবারও সে উচ্চতর গণিত পরীক্ষা দিয়েছে।
মাহবুবুরের বড় ভাই মালুফ বলেন, মঙ্গলবার বাড়ি থেকে বের হয় মাহবুবুর। পরে সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, গতকাল সন্ধ্যায় নামাজ পড়ে মাহবুবুর রেললাইনসংলগ্ন এলাকায় হাঁটতে বের হয়। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে মারা যায়।