রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ২
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার জামতলী ক্যাম্প-১৫–এর এইচ ব্লকের সামনে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মৌলভি মনির হোসেন (৩৫)। তিনি জামতলী ক্যাম্প-১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইউনুসের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেন ও কেফায়েতুল্লাহর মধ্যে মিয়ানমারে থাকার সময় পারিবারিক বিরোধ ছিল। বাংলাদেশে আসার পর তাঁদের বিবাদ থেকেই যায়। গতকাল বিকেলে ক্যাম্পের আঙিনা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে কেফায়েতুল্লাহ ও মনিরের বড় ভাই পীর মোহাম্মদের সঙ্গে ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে রাত আটটার দিকে কেফায়েতুল্লাহসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক এসে মনির হোসেনের পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মনিরকে স্থানীয় এম এস এফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, এক রোহিঙ্গার ছুরিকাঘাতে অপর রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইউনুস ও মো. ইয়াছিনকে আটক করে উখিয়া থানা-পুলিশে সোপর্দ করা হয়।