কক্সবাজারে পাহাড়ধসে ৬ রোহিঙ্গার মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড়ধসে ও পানিতে ভেসে ছয় রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর মধ্যে বালুখালী ক্যাম্প-১০-এ পাহাড়ধসে মারা গেছে পাঁচজন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে। আর পালংখালী ক্যাম্প-১৮-তে পানিতে ভেসে গেছে এক রোহিঙ্গা শিশু।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামুদ্দৌজা নয়ন। তিনি বলেন, ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের এ ঘটনা ঘটে। বৃষ্টিতে খালে গোসল করতে নেমে পানিতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। পাহাড়ধসের ঘটনায় অনেকেই আহত হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। তখন থেকে উখিয়া ও টেকনাফে ৩৪টি আশ্রয়শিবিরে সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বালুখালী ক্যাম্প-১০-এর ব্লক জি-৩৭ বাসিন্দা শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২), ছেলে শফিউল আলম (৯) ও একই শিবিরের জি-৩৮ এর বাসিন্দা মোহাম্মদ ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫), তাঁর আড়াই বছরের ছেলে আবদুর রহমান ও এক বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। তবে পানিতে ভেসে যাওয়া শিশুর পরিচয় এখনো পাওয়া যায়নি।

কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনের) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মৃতদের পরিচয় শনাক্ত করেছেন।