রোয়াংছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে তুলে নিয়ে গেলেন অস্ত্রধারীরা
বান্দরবানে রোয়াংছড়িতে উনুমং মারমা (৪৭) নামের জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের এক কর্মীকে অস্ত্রধারীরা গুলি করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি মারা গেছেন কি না, নিশ্চিত হওয়া না গেলেও অস্ত্রধারীরা গুলি করার পর তাঁকে নিয়ে গেছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বুখ্যংপাড়ায় এ ঘটনা ঘটে। মগ পার্টি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেএসএস কর্মী উনুমং মারমা বুখ্যংপাড়ায় (নোয়াপাড়াও বলা হয়) একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। সেখানে ২০-২২ জনের একটি সশস্ত্র দল এসে তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। উনুমং মারমা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে অস্ত্রধারীরা তাঁকে তুলে নিয়ে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিতে আহত হলেও অস্ত্রধারীরা নিয়ে যাওয়ার সময় উনুমং মারমা মারা যাননি। অস্ত্রধারীরা সবাই মারমা ভাষায় কথা বলেছেন এবং এলাকার আরও কয়েকজনকে খোঁজাখুঁজি করেছেন। বুখ্যংপাড়াটি রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গম এলাকায় অবস্থিত।
তারাছা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য উসিমং মারমা বলেন, উনুমং মারমা বুখ্যংপাড়ার পার্শ্ববর্তী তালুকদারপাড়ার বাসিন্দা। অস্ত্রধারীরা গুলি করার পর তাঁকে নিয়ে গেছেন। তবে তাঁরা কোন দলের, জানা যায়নি। তাঁদের পরনে ইউনিফর্ম ছিল এবং মারমা ভাষায় কথা কথা বলেছেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল বলেন, জেএসএস মূল দলের সক্রিয় কর্মী উনুমং মারমাকে গুলি করার সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে কোনো লাশ পায়নি। তাকে জীবিত না মৃত অবস্থায় সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মগ লিবারেশন পার্টি (এমএলপি) এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।