default-image

লক্ষ্মীপুরে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সদরে। এ উপজেলায় ৫৪৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে আসে। তাতে ২৭ জন করোনা পজিটিভ।

সিভিল সার্জন কার্যালয় তথ্যমতে, গতকাল ১৫৩টি নমুনার পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। নতুন ২৭ জনসহ জেলার পাঁচ উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯ জনের। এর মধ্যে সদরে ৫৪৬ ছাড়াও রায়পুরে ৯২ জন, রামগঞ্জে ১৬২, কমলনগরে ১৪৫ ও রামগতিতে ৬৪ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফার বলেন, রেড জোন হিসেবে চিহ্নিত করে ১৫ দিনের লকডাউন গত ৩০ জুন শেষ হয়েছে। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0