লক্ষ্মীপুরে গোপনে বিয়ে, কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরে গোপন বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে বরের নানাশ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বরের বাবাসহ তাঁদের পক্ষের লোকজন ঘটনা ঘটিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর উপজেলার চররমনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাজিম সরদার (৬০)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী গ্রামে মৃত হাসু সরদারের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, ১২ এপ্রিল একই এলাকার গোলাপ সরদারের ছেলে তারিফ সরদার গোপনে একই এলাকার আব্বাস সরদারের মেয়ে নুপুরকে বিয়ে করেন। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি জানাজানি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গোলাপ সরদার। রাতে লোকজন নিয়ে কনের বাড়িতে হাজির হন।
এ নিয়ে সেখানে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ ও তাঁর লোকজন কনের নানা নাজিমকে বেধড়ক পেটান। আহত অবস্থায় নাজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।