লক্ষ্মীপুরের রায়পুরে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন সড়কের কার্পেটিং তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রায়পুর-পানপাড়া সড়কের নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার ওমর হোসাইন আজ সোমবার রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত শনিবার পৌর শহরের তাওয়াপট্টি এলাকায় রায়পুর-পানপাড়া সড়কের পাঁচ থেকে ছয় ফুট জায়গার কার্পেটিং তুলে ফেলা হয়। পরে সেখানকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জিডিতে ওমর হোসাইন উল্লেখ করেন, সড়ক সম্প্রসারণের কাজ শুরুর পরপরই পৌর শহরের তাওয়াপট্টি এলাকার অজ্ঞাতনামা কিছু যুবক চাঁদা দাবি করে। তাওয়াপট্টির সামনের সড়কে কাজ করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত কাজে বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে নির্মাণকাজ শুরু করেন শ্রমিকেরা। এরপর বিভিন্ন নম্বর থেকে ফোন করে টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হতো। সড়কটিতে ভালোভাবে নতুন কার্পেটিংয়ের কাজ শেষ করার পরপরই যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে সড়কের একটি অংশের কার্পেটিং তুলে ফেলে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সড়কটির ছয় কিলোমিটারের সংস্কারকাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে গত বছরের মে মাসে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তমা কন্সস্ট্রাকশন ও এমএ ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে রাস্তাটির প্রায় ছয় কিলোমিটারের কার্পেটিং শেষ হয়েছে।
কাজের দায়িত্বে থাকা ঠিকাদার ওমর হোসাইন বলেন, পুরো কাজ শেষ হতে না হতেই শনিবার রাতে সড়কের একটি অংশের কার্পেটিং খুন্তি দিয়ে কুপিয়ে উঠিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। কিছু দুর্বৃত্ত কাজ শুরুর পর চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা এ কাজ করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, কার্পেটিং তুলে ফেলার ঘটনায় থানায় একটি জিডি করেছেন ঠিকাদার। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।