বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজ্জাদ মাদ্রাসার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বালুবাহী পিকআপ এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। শিশুর পরিবার মামলা করতে চায়নি। লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন