লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ব্যালট বাক্স
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইছাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল সোমবার রাতে রামগঞ্জ থানায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩২ জনকে আসামি করে মামলাটি করেন নিহত ছাত্রলীগ নেতার বোন। মামলার পর প্রধান আসামি মাসুদ আলমকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শাহানাজ আক্তার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন আমির হোসেন খান। রোববার বিকেলে ভোটের দিন নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান ওরফে সজীব (২৫) গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। তিনি নৌকার প্রার্থীর সমর্থক ছিলেন।

নিহত সাজ্জাদুর রহমান ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের নয়নপুর গ্রামের আবদুল সাত্তারের ছেলে।

এ ঘটনায় নিহত সাজ্জাদুর রহমানের বোন সনিয়া আক্তার বাদী হয়ে মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মামলার আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।